৯৬ বছর বয়সে প্রায়ত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর প্রয়াণে শোকের ছায়া গোটা ইংল্যান্ডে। বিশ্বের তাবড় তাবড় নেতা রানির প্রয়াণে শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সাথে এক দিনের রাষ্ট্রীয় শোক প্রকাশের ঘোষণা করল নয়া দিল্লি। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর রবিবার একদিনের জন্য দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হবে।
১১ সেপ্টেম্বর দেশের সমস্ত সরকারি দফতর ও অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশপাশি ওই দিন দেশে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হবে না। এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ৮ সেপ্টেম্বর মহারানি দ্বিতীয় এলিজাবেথের জীবনাবসান হয়েছে। তাঁর প্রতি সম্মান জানিয়ে ১১ সেপ্টেম্বর দেশে জাতীয় শোক দিবস পালিত হবে। ওইদিন গোটা দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
উল্লেখ্য শুক্রবারই স্কটল্যান্ডের বালমোরাল রাজপ্রসাদ থেকে রানির মরদেহ বাকিমহাম প্যালেসে নিয়ে আসা হচ্ছে। ব্রিটেনের ওয়েস্টমিনস্টার হলে রনির দেহ রাখা থাকবে। আগামী তিন দিন তাঁকে শ্রদ্ধা জানানো যাবে। এরপর ১০ দিনের মাথায় ওয়েস্টমিনিস্টার এবেতে স্বামী প্রিন্স ফিলিপের সমাধির কাছেই রানিকে সমাধিস্থ করা হবে।
Comments are closed.