আগামী বছর থেকে কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্পের আওতায় বায়ুসেনায় মহিলা ‘অগ্নিবীর’দেরও নিয়োগ করা হবে। হরিয়ানার সুকনায় বায়ুসেনার ৯০তম প্রতিষ্ঠা দিবসে এমনটাই ঘোষণা করলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিবেকরাম চৌধুরী। পাশপাশি অস্ত্র এবং সামরিক সরঞ্জামে আত্মনির্ভরতার কথাও এদিন তিনি ঘোষণা করেন।
ওই অনুষ্ঠানেই এয়ার চিফ মার্শাল জানান, আগামী বছর থেকে অগ্নিপথ প্রকল্পে মহিলাদেরও নিয়োগ করা হবে। সেই সাথে তিনি আরও জানান, কেন্দ্র বিমানবাহিনীর অফিসারদের জন্য নতুন একটি সমরাস্ত্র শাখা গড়ার অনুমোদন দিয়েছে। এই শাখা তৈরি হলে আকাশযুদ্ধে প্রশিক্ষণের ক্ষেত্রে প্রায় ৩,৪০০ কোটি টাকা সাশ্রয় হবে। এদিন বায়ুসেনার অনুষ্ঠানে রাফাল, সুখোই ৩০-এর পাশাপাশি এই প্রথমবার হালকা যুদ্ধের জন্য তৈরি হেলিকপ্টার প্রচণ্ড অংশগ্রহন করেছিল।
উল্লেখ্য, এই প্রথমবার হরিয়ানার চণ্ডীগড়ে বায়ুসেনার প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে। এর আগে ২০০৫ সাল পর্যন্ত দিল্লির পালম বায়ুসেনা ঘাঁটি এবং পরবর্তীসময়ে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে প্রতিষ্ঠা দিবস পালন হয়ে আসছে।
Comments are closed.