রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝেই প্যালেস্তাইনে ভারতীয় দূতাবাসে কূটনীতিকের অস্বাভিক মৃত্যু। সোমবার প্যালেস্তাইনের ভারতীয় দূতাবাস থেকে রাষ্ট্রদূত মুকুল আরিয়ার মৃত দেহ উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। জানা গিয়েছে ইতিমধ্যেই সে দেশের সরকারের তরফে এই ঘটনার তদন্ত শুরু হয়ে।
সোমবার মুকুলের মৃত্যুতে শোক প্রকাশ করে ট্যুইট করেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, এরকম একটি খবর পেয়ে আমি স্তম্ভিত এবং মর্মাহত। অত্যন্ত দক্ষ অফিসার ছিলেন মুকুল। ওঁর পরিবার এবং বন্ধুদের সমবেদনা জানাই।
ভারতীয় দূতের খুনে শোক জানিয়ে ট্যুইট করেছে প্যালেস্তাইনের বিদেশ মন্ত্রক। তারা জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রদূতের রহস্যজনক মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সে দেশের রাষ্ট্রপতি মামুদ আব্বাস তদন্তের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য শনিবারই ইউক্রেন রাশিয়ার বৈঠকে অন্যতম মধ্যস্থতাকারীকে আততীয়রা খুন করেছে। যা নিয়ে আন্তর্জাতিক মহলে কম জলঘোলা হয়নি। আর এসবের মধ্যেই প্যালেস্তাইনে রহস্যজনকভাবে মৃত্যু হল ভারতীয় রাষ্ট্রদূতর।
Comments are closed.