জয়সলমীরে বিশ্বের বৃহত্তম ভারতীয় পতাকা উত্তোলন করলে সেনা। জয়সলমীরে মিলিটারি স্টেশনের কাছে এই তেরঙ্গা উত্তোলন করা হয়।
২২৫ বাই ১৫০ ফুটের তেরঙ্গা উত্তোলন করে ভারতীয় সেনা। শুধুমাত্র অশোক চক্রের আকার ছিল ৩০ ফুট। তেরেঙ্গার ওজন ছিল ১ হাজার ৪০০ কেজি। পতাকাটি তৈরী করতে ৪ হাজার ৫০০ মিটার খাদির কাপড় ব্যবহার করা হয়েছে।
৩৩ হাজার ৭৫০ স্কয়ার ফুট এলাকায় বিছিয়ে দেওয়া হয় পতাকা। স্বাধীনতার ৭৫ বছরে আজাদী কা মহোৎসব পালন করছে ভারত, তাই এই বিশালাকার পতাকা উত্তোলন করা হল রাজস্থানে।
Comments are closed.