লোকাল ট্রেনে টিকিট কাটতে প্রায় সময়ই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয় যাত্রীদের। লাইনে অপেক্ষার কারণে অনেক সময় ট্রেনও মিস হয়। যাত্রীদের এই সমস্যা দূর করতেই রেলের তরফে UTS অ্যাপ শুরু চালু হয়েছে দীর্ঘ দিন। লাইনে না দাঁড়িয়ে UTS অ্যাপের মাধ্যমে লোকাল ট্রেনে টিকিট কাটতে পারেন যাত্রীরা। এই ইউটিএস এপেরই দূরত্বের ক্ষেত্রে বড়সড় ছাড় আনল রেল। জেনে নিন সেটা কী?
আগে ইউটিএস অ্যাপে টিকিট কাটার জন্য স্টেশনের ২ কিমি দূরেত্বের মধ্যে যাত্রীদের আসতে হত। শহরতলির বাইরের যাত্রীদের জন্য দূরত্বটি ছিল ৫ কিমি। তবে যাত্রীদের সুবিধের কথা ভেবে রেল নতুন নিয়ম করেছে, এখন থেকে যাত্রীরা ২ কিমির বদলে ২০ কিমি দূরত্বের থেকে লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবেন। অর্থাৎ অনেকেই বাড়ি থেকেই এই অ্যাপের মাধ্যমে টিকিট কেটে লোকাল ট্রেনে চড়তে পারবেন।
রেলের তরফে জানানো হয়েছে, অনেক সময় স্টেশন চত্বরের ২ কিমি দূরত্বের মধ্যে ইন্টারনেট কানেকশন ঠিকঠাক পাওয়া যায় না, নেট স্লো থাকে যে কারণে টিকিট কাটতে সমস্যা হয়। দীর্ঘ দিন ধরে যাত্রীদের তরফেও এই অভিযোগ করা হচ্ছিল। অবশেষে সেই সমস্যা দূর করতে নিয়মে পরিবর্তন আনল ভারতীয় রেল।
Comments are closed.