যাঁরা নিয়মিত ট্রেন সফর করেন। বিশেষ করে যাঁরা মাঝে মধ্যেই রাজধানী, দুরন্ত-র মতো প্রিমিয়াম ট্রেনে সফর করেন, তাঁদের জন্য সুখবর শোনাল রেল। এবার থেকে এই ট্রেনগুলোতে সার্ভিস চার্জ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। IRCTC-এর তরফে এনিয়ে একটি সার্কুলারও জারি করা হয়েছে। এর ফলে ট্রেন সফরের খরচ অনেকটাই কমবে বলে জানা গিয়েছে।
সাধারণত টিকিট বুকিংয়ের সময় যাঁরা খাওয়ারের জন্যও অগ্রিম অর্ডার দেন, তাঁদের এই সার্ভিস চার্জ দিতে হত না। কিন্তু ট্রেনে সফরকালীন সময় চা অর্ডার করলেও সার্ভিস চার্জ দিতে হত। এবার থেকে তা আর দিতে হবে না। তবে সকালের টিফিনের জন্য অতিরিক্ত ৫০ টাকা দিতে হবে। এতদিন শতাব্দী, রাজধানী, দুরন্ত, বন্দে ভারত-এর মতো প্রিমিয়াম ট্রেন গুলোতে পানীয় জলের জন্যও যাত্রীদের সার্ভিস চার্জ দিতে হত। তবে এবার থেকে রেলের তরফে এই সার্ভিস চার্জ তুলে নেওয়া হয়েছে।
সার্কুলারে জানানো হয়েছে, রাজধানী, দুরন্ত, শতাব্দী এবং বন্দে ভারতের মতো আগে থেকে বুক করা ট্রেনগুলোতে উভয় শ্রেণীর যাত্রীদের জন্য ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য ক্যাটারিং চার্জ নির্দিষ্ট করা হয়েছে। অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া যাবে না। জিএসটি সমেত যা চার্জ হয় তাই নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Comments are closed.