এবার টিকিট বুকিংয়ে যাত্রীদের আরও সুবিধা করে দিচ্ছে রেল। জানা গিয়েছে, দূরপাল্লার টিকিট বুকিংয়ে এবার থেকে আর গন্তব্যের ঠিকানা পিন কোড দিতে হবে না।
আগে গন্তব্যের ঠিকানা, পিন কোড দিলেই টিকিট রিজার্ভেশন করা যেত। এবার সেই নিয়মকে বড়সড় পরিবর্তন আনছে ভারতীয় রেল। ইতিমধ্যেই রেলের বিভিন্ন জোনকে এ বিষয়ে নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আইআরসিটিসি (Indian Railway Catering and Tourism Corporation) ও সিআরআইএস (Centre for Railway Information Systems) কে সফটওয়্যারে এই বিষয়ে পরিবর্তন আনতে বলা হয়েছে রেলের তরফে। করোনার জেরেই এই নিয়ম চালু করেছিল রেল। করোনা মোটামুটি নিয়ন্ত্রণে আসতেই এই নিয়মে বদল আনছে রেল। রেলের এই সিদ্ধান্তে খুশি যাত্রীরা।
করোনার জন্য দীর্ঘ কয়েকমাস চলেনি ট্রেন। এরপর ধীরে ধীরে ট্রেন চলতে শুরু করলে একাধিক কোভিড বিধি চালু করা হয়। কিন্তু করোনা এখন নিয়ন্ত্রণে আসতেই অনেকে নিয়ম পরিবর্তন করা হয়েছে রেলের তরফে। এছাড়াও ৩১ মার্চ থেকে করোনার জন্য মাস্ক ও সামাজিক দূরত্ব ছাড়া অন্য সব বিধিনিষেধ সরিয়ে নিয়েছে কেন্দ্র।
Comments are closed.