কমনওয়েলথ গেমসে প্রথম পদক জয় ভারতের, রুপো এল ভারতের ঝুলিতে

কমনওয়েলথে প্রথম পদক জয় করল ভারত। ভারোত্তোলনে রুপো জিতলেন সঙ্কেত। অল্পের জন্য সোনা হাতছাড়া হল ভারতের। শেষবার ১৩৯ কেজি তুলতে গিয়ে চোট পেয়ে যান সঙ্কেত। মালয়েশিয়ার প্রতিযোগী সোনা জিতে যান।

ক্লিন এবং জার্কেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন সঙ্কেত মহাদেব সারগার। প্রথম চেষ্টাতেই ১৩৫ কেজি তুলেছিলেন তিনি। এরপর ১৩৯ কেজি তোলার সময় তিনি ব্যার্থ হন। তিনি মোট ২৪৮ কেজি তুলেছেন। মালয়েশিয়ার মহম্মদ আনিক তোলেন ২৪৯ কেজি। প্রথমে ১০৭ কেজি ও পরে ১৪২ কেজি তুলে সোনা জিতেছেন তিনি। শ্রীলঙ্কার দিলঙ্কা ইসুরু কুমারা ২২৫ কেজি তুলেছেন। প্রথম চেষ্টায় ১০৫ কেজি ও দ্বিতীয় চেষ্টায় ১২০ কেজি তুলে ব্রোঞ্জ জেতেন তিনি।

 


 

Comments are closed.