মহড়া যাত্রা শুরু হল বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের। শুক্রবার সকালে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি হাওড়া নিউ কমপ্লেক্স থেকে ছাড়ে সকাল ৬ টা ১০ মিনিটে। সেই ট্রেন পুরী পৌঁছাবে ১২ টা ৩৫ মিনিটে।
ফের পুরী থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১ টা ৫০ মিনিটে। হাওড়ায় আসবে রাত ৮.৩০ মিনিটে। বুধবার রাতেই ওড়িশার বালেশ্বর থেকে সাঁতরাগাছি স্টেশনে পৌঁছায় বন্দে ভারত এক্সপ্রেস। এরপর শুক্রবার থেকে শুরু হল মহড়া।
দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, ট্রায়াল রান ভালোভাবে হলে মে মাস থেকেই শুরু হবে নতুন বন্দে ভারতের যাত্রা। জানা গিয়েছে, রবিবার অর্থাৎ ৩০ এপ্রিল হাওড়া থেকে ওড়িশার ভদ্রক পর্যন্ত বন্দে ভারতের আরেকটি মহড়া যাত্রা হতে পারে। হাওড়া-পুরী বন্দে ভারত খড়গপুর স্টেশন ছাড়াও আরও ৬ টি স্টেশনে দাঁড়াবে।
উল্লেখ্য, এই বছরের ১ জানুয়ারি থেকে হাওড়া-নিউ জলপাইগুড়িগামী রুটে প্রথম বন্দে ভারত পেয়েছিল বাংলা।
Comments are closed.