উদ্যোগ নিচ্ছে রাজ্য; কলকাতায় শুরু হচ্ছে আন্তর্জাতিক ট্রেড এক্সপো 

‘বেঙ্গল গ্লোবাল ট্রেড এক্সপো’র পর এবার কলকাতায় শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক ট্রেড এক্সপো’। রাজ্যের উদ্যোগে আগামী ২৫ জামুয়ারী থেকে মিলন মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে এই শিল্পমেলার। চলবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত। প্রসঙ্গত গতবার, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের অংশ হিসেবে ‘বেঙ্গল গ্লোবাল ট্রেড এক্সপো’ করেছিল রাজ। এবারে রাজ্যের শিল্প নিগমের উদ্যোগে আন্তর্জাতিক ট্রেড এক্সপো বসতে চলছে।

জানা গিয়েছে, দেশের বিনিয়োগকারীদের পাশাপাশি ১৫টি দেশের শিল্পপতিরা শিল্প মেলায় উপস্থিত থাকবেন। রাজ্যের শিল্প দফতরের তরফে জানা গিয়েছে,  অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের পাশাপাশি রাজ্যের পর্যটন শিল্পের বিপুল সম্ভবনার কথাও আমন্ত্রিত প্রতিনিধিদের সামনে তুলে ধরা হবে।

ছোট থেকে শুরু করে বৃহৎ শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে রাজ্যে যে পরিকাঠামো তৈরি রয়েছে এই ৫ দিনের সম্মেলনে প্রতিনিধিদের কাছে তাই তুলে ধরা হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের সব রকমের সহায়তার জন্য রাজ্য সরকার রয়েছে, বিনিয়োগের জন্য রাজ্যে উপযুক্ত পরিবেশ রয়েছে। এ সমস্ত বিষয়গুলিই রাজ্যের তরফে তুলে ধরা হবে।

Comments are closed.