ফের করোনা সংক্রমিত পুলিশের এক শীর্ষ কর্তা! পশ্চিমবঙ্গ পুলিশের নিরাপত্তা অধিকর্তা (ডিরেক্টর সিকিউরিটিজ) বিবেক সহায়ের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ এল। বৃহস্পতিবার বিকেলে এডিজি পদমর্যাদার ওই পুলিশ কর্তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের সংক্রমণের খবর জানার পর উদ্বেগে নবান্ন। জানা যাচ্ছে, বুধবার রুটিন পরীক্ষার সময় চিকিৎসকদের সন্দেহ হওয়ায় বিবেক সহায়ের আরটিপিসিআর টেস্ট করানো হয়। সেই রিপোর্ট পজিটিভ আসায় ওই পুলিশকর্তা নিজেই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে বুধবার পর্যন্ত তিনি বিভিন্ন সরকারি অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব ছিলেন। সেখানে মুখ্য মন্ত্রী-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী–সহ রাজ্যের ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্তার করোনা সংক্রমিত হওয়ার খবরে উদ্বেগ ছড়িয়েছে।
মাস খানেক আগে রাজ্য পুলিশের নিরাপত্তা অধিকর্তার পদে বসেন বিবেক সহায়। মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের ভিভিআইপির নিরাপত্তা দিকটা দেখেন তিনি। তাঁর আগে কলকাতা এবং রাজ্য পুলিশে কর্মরত একাধিক আইপিএস অফিসার সংক্রমিত হয়েছেন। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা থেকে গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা, যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা বিশ্বাস প্রমুখের করোনা হয়েছিল। গত ৭ মাসে মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন কলকাতা পুলিশের প্রায় ৩ হাজার কর্মী। প্রাণ হারিয়েছেন ১১ জন। হাসপাতাল সূত্রে খবর, বিবেক সহায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। করোনার কোনও উপসর্গ বা অসুস্থতা নেই।
Comments are closed.