দূর পাল্লার ট্রেনের জার্নির ক্ষেত্রে সিংহভাগ যাত্রী IRCTC থেকেই অনলাইনে টিকিট বুকিং করে থাকেন। ভিড়ে দীর্ঘক্ষণ লাইন না দাঁড়িয়ে বাড়িতে বসেই টিকিট কাটতে পারেন যাত্রীরা IRCTC-এর কারণে। এবার সেই টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনছে IRCTC. এখন থেকে অনলাইনে টিকিট কাটার জন্য গ্রাহকদের নিজের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তা না হলে টিকিট কাটা যাবে না।
IRCTC-এর তরফে জানানো হয়েছে, নতুন নিয়ন অনুযায়ী, অনলাইনে টিকিট বুকিং-এর জন্য গ্রাহকদের নিজের মোবাইল নাম্বার ও ইমেল আইডি ভেরিফাই করাতে হবে। IRCTC অ্যাপ ছাড়াও ওয়েবসাইট দিয়ে টিকিট কাটলেও একই নিয়ম প্রযোজ্য। তবে তার সঙ্গে এটাও জানানো হয়েছে, IRCTC দিয়ে যদি দীর্ঘদিন টিকিট না কেটে থাকেন তবেই আপনার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।
আসুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি ভেরিফাই করবেন। IRCTC -এর অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে Verification Window-তে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে ভেরিফাই Window তে ক্লিক করতে হবে। যে নাম্বারটি দিয়েছেন সেখানে একটি OTP আসবে। সেই ওটিপি দিলেই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। একই ভাবে ইমেল আইডিতেও ওটিপি যাবে। এবং ইমেল ভেরিফাই করতে হবে।
Comments are closed.