সদ্য প্রয়াত সন্ধ্যা মুখার্জিকে স্মরণ করতে গিয়ে ফের একবার কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর কথায়, সন্ধ্যাদি আমার খুব প্রিয় মানুষ। ওঁকে ভারতরত্ন বললেও ভুল হবে না। শেষ বয়সে এসে অনেক ধাক্কা খেয়েছেন। অসম্মানিত হয়েছেন।
বুধবার কোচবিহারে বীর চিলা রায়ের জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই গীতশ্রী সন্ধ্যা মুখার্জির প্রয়াণে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন ফের একবার তাঁর বক্তব্যে পদ্মশ্রী প্রসঙ্গ উঠে আসে। বলেন, হয়তো জীবনে কিছুই পাননি। কিন্তু মানুষের যে ভালোবাসা উনি পেয়েছেন তা কখনই একটা পদ্মশ্রী দিতে পারে না। মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, পদ্মশ্রী একটা সম্মানের কিন্তু তারও ওপরে আরও দু-একটা সন্মান রয়েছে। সেই পুরস্কারগুলো তাঁর অনেকদিন আগেই পাওনা ছিল। জীবনের শেষ বয়েসে এসে একটা ধাক্কা খেয়েছেন।
পর্যবেক্ষকদের একাংশের মতে, সঙ্গীতে সন্ধ্যা মুখার্জির যে অবদান তার জন্য পদ্মশ্রী খেতাব যথেষ্ট নয়। জানা যায়, এই অভিমানেই পুরস্কার প্রত্যাখ্যান করেন গীতশ্রী। মুখ্যমন্ত্রী কারোর নাম না করে এদিন এই ঘটনা নিয়েও ফের একবার কেন্দ্রকে আক্রমণ শানান।
Comments are closed.