১৮ হাজার ফুট উঁচুতে বরফে স্বাধীনতা দিবস পালন আইটিবিপির, ৭৫ বছরে ৭৫ টি চূড়ায় তেরঙ্গা ওড়ানোর সংকল্প জওয়ানদের  

৭৫ তম স্বাধীনতা দিবস পালন করলেন আই টি বিপি জওয়ানরা। দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে তেরঙ্গা ওড়ালেন ১৮ ফুট উঁচুতে। এদিন ইন্দো টিবেটান বর্ডার পুলিশের পক্ষ থেকে কয়েকটি টুইট করা হয়। টুইটের মাধ্যমে কোথায় কোথায় স্বাধীনতা দিবস পালন করা হয়েছে, সব জানানো হয়। দেখা যায় ১৮ হাজার ফুট উঁচুতে লাদাখে তেরঙ্গা হতে নিয়ে দাঁড়িয়ে আছেন। এই দিনকে ‘অমৃতরোহণ’ হিসেবে পালন করে ৭৫ টি চূড়া অতিক্রম করে সেখানে পতাকা লাগানোর সংকল্প নিয়েছে আইটিবিপি। লাদাখের ৪৭ ব্যাটেলিয়নে তেরঙ্গা হতে নিয়ে মিছিল করতেও দেখা যায় ।

https://twitter.com/ITBP_official/status/1559063412981649409?t=byzIUEj-dz1MtBa6E74u2Q&s=19

পাশাপাশি হিমাচল প্রদেশে ১৭ হাজার ফুট উঁচুতে তেরঙ্গা হতে নিয়ে হাঁটেন আইটিবিপি। সেই ভিডিও দেখা যায় টুইটারে।

https://twitter.com/ITBP_official/status/1559059064105054208?t=ZYnFxZ421GlxVumFBhM7xg&s=19

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে স্কুল ছাত্রদের সঙ্গে স্বাধীনতা দিবস পালন করেন আইটিবিপি।

https://twitter.com/ITBP_official/status/1559074297674551297?t=T-i8Wm8AqGFfuEjBTbrXIQ&s=19

জম্মু কাশ্মীরে ফরেস্ট প্রটেকশন ফোর্সের সঙ্গে স্বাধীনতা দিবস পালন করতে দেখা যায় আইটিবিপিকে। জাতীয় পতাকা হতে নিয়ে মিছিল করেন তাঁরা। দেশের বিভিন্ন জেলায় স্বাধীনতা দিবস পালন করেন ইন্দো টিবেটান বর্ডার পুলিশ।

Comments are closed.