১৭ হাজার ফুট উঁচুতে খালি গায়ে ব্যায়াম করে বিশ্ব যোগা দিবস পালন আইটিবিপি জওয়ানদের, দেখুন ছবি

আজ বিশ্ব যোগ দিবস। যোগ দিবস পালন করলেন আইটিবিপি জওয়ানরা। লাদাখের ১৭ হাজার ফুট উঁচুতে খালি গায়ে যোগা করলেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP)। মঙ্গলবার সকাল সকাল যোগ ব্যায়াম করেন আইটিবিপি।

একদিকে বরফ পড়ছে, অন্যদিকে লাদাখে যোগ দিবস পালন করছেন আইটিবিপি। যা দেখে সত্যি অবাক হয়েছেন দেশবাসী। নানা ধরণের ব্যায়াম করেছেন তাঁরা। কেউ বজ্রাসন আবার কেউ শীর্ষাসন করেছেন।

লাদাখের পাশাপাশি সিকিম ও উত্তরাখণ্ডেও যোগ দিবস পালন করেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP)। রোটাং পাসে ১৪ হাজার ফুট উচ্চতায় যোগাভ্যাস করেন আইটিবিপির জওয়ানদের। সিকিমেও ১৭ হাজার ফুট উচ্চতায় যোগাভ্যাস করেন জওয়ানরা।

উত্তরাখণ্ডেও ১৬ হাজার ফুট উচ্চতায় যোগাভ্যাস করে আইটিবিপির জওয়ানরা। যেকোনও উৎসব হোক বা দিবস তা পালন করেন আইটিবিপি জওয়ানরা। স্বাধীনতা দিবসেও সবচেয়ে বড় পতাকা তোলেন তাঁরা। আবার হোলিতে তাঁদের দেখা যায় আবীর খেলা মেতে উঠতে। কনকনে ঠান্ডার মধ্যে যেখানে সাধারণ মানুষ বাইরে বেরোতে ভয় পান। সেখানে খালি গায়ে যোগ ব্যায়াম করে তাঁরা বুঝিয়ে দিলেন মানুষের জীবনে যোগার গুরুত্ব। এদিন মাইসোরে যোগ দিবসের একটি যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কয়েকহাজার মানুষের সঙ্গে যোগা করেন। বলেন, জাতি এবং মহাবিশ্বে শান্তি আনতে পারে যোগ।

Comments are closed.