করমণ্ডল কাণ্ডের মধ্যে ফের লাইনচ্যুত ট্রেন; এবার জন শতাব্দী এক্সপ্রেস

করমণ্ডল দুর্ঘটনার মর্মান্তিক স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই ফের দুর্ঘটনার কবলে পড়ল দূরপাল্লার ট্রেন। শুক্রবার ভোরে চেন্নাইয়ের সেন্ট্রাল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে জন শতাব্দী এক্সপ্রেস। যদিও রেল সূত্রে খবর, এর জেরে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।  

জানা গিয়েছে, বিজয়ওড়া থেকে আসছিল ট্রেনটি। তবে চেন্নাইয়ে সেন্ট্রাল স্টেশনে যাত্রী নামিয়ে বেসিন ব্রিজ ওয়ার্কশপের দিকে যাচ্ছিল ট্রেনটি। ট্রেনটি সেই সময় ফাঁকা থাকায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। দুটি চাকা লাইনচ্যুত হয়েছে বলে খবর। দুর্ঘটনার কারণ কী, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়েছে রেলের আধিকারিক, ইঞ্জিনিয়াররা। 

গত ২ জুন করমণ্ডল সহ তিন খানা ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। মেইন লাইন ছেড়ে লুপ লাইনে ঢুকে পড়ে করমণ্ডল। লুপ লাইনে আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির ওপরে উঠে পড়ে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন। উল্টো দিক থেকে আসা হামসফর এক্সপ্রেসও দুর্ঘটনার কবলে পড়ে। রেলের দাবি এখনও পর্যন্ত ২৮৮ জনের প্রাণহানি হয়েছে। এদিকে ট্রেন দুর্ঘটনার তদন্ত শুরু করছে সিবিআই। 

সূত্রের খবর, করমণ্ডলকে রাস্তা ছেড়ে দিতেই লুপ লাইনে প্রায় ৩০ মিনিট আগে থেকেই মালগাড়িটিকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তারপরেও মেন লাইন ছেড়ে কী করে ট্রেনটি লুপ লাইনে ঢুকে পড়ল তার উত্তর খুঁজছে সিবিআই। আর এসবের মধ্যেই ফের একবার এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।   

Comments are closed.