‘কংগ্রেস কর্মীরা বিজেপির সুবিধার জন্য কিছু করবেন না’, জঙ্গিপুর, সামশেরগঞ্জ ভোট নিয়ে নির্দেশ অধীর চৌধুরীর
ভবানীপুরে প্রার্থী দেবে না আগেই জানিয়ে দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কিন্তু বাকি দুই কেন্দ্রেও ভোট প্রচারে যাচ্ছেন না অধীর চৌধুরী। সাংবাদিকদের সামনে তিনি জানিয়ে দিয়েছেন, নিজের এলাকা মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও ভোট প্রচারে যাচ্ছেন না অধীর চৌধুরী। বহরমপুরের সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, মুর্শিদাবাদের দুটি আসনে বিজেপি হারবে। এরপরেই তিনি কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিজেপির সুবিধা করে দিতে কোনও কাজ করবেন না কংগ্রেস কর্মীরা।
৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। জঙ্গিপুর আর সামশেরগঞ্জেও ভোটগ্রহণ হবে। প্রথমে ভবানীপুরে কংগ্রেস প্রার্থী দেবে জানালেও এর ২৪ ঘন্টা পরেই অধীর চৌধুরী জানান, বিজেপির হাত শক্ত করতে কোনও সাহায্য করবে না কংগ্রেস, অর্থাৎ এই কেন্দ্রে কোনও প্রার্থী দেবে না কংগ্রেস। আর এবার তিনি জানিয়ে দিলেন জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট প্রচারে যাবেন না তিনি। এমনকি কংগ্রেস কর্মীদের এমন কিছু করতে বারণ করেছেন, যাতে বিজেপির সুবিধা হয়। সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছেন।
অধীর বাবু আরও জানান, জাতীয় কংগ্রেসের নির্দেশ মেনে চলার জন্য সব কর্মীদের অনুরোধ করব। বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে ২০ টি আসনের মধ্যে একটিও পায়নি কংগ্রেস। নিজের এলাকা বহরমপুরে আসনটিও নিজের দখলে রাখতে পারেনি কংগ্রেস। অধীর চৌধুরী কার্যত স্বীকার করে নেন, সারা রাজ্যের মানুষ মমতা ব্যানার্জিকেই সমর্থন করেছে।
Comments are closed.