বার্থ অথবা ডেথ সার্টিফিকেট পেতে আর হয়রানি পোয়াতে হবে না। বাড়িতে বসেই সদ্যজাতের জন্ম শংসাপত্র অথবা মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট পেতে পারেন। সৌজন্যে রাজ্য সরকারের নতুন পোর্টাল। ‘জন্ম মৃত্যু তথ্য’ নামের রাজ্য সরকারের পোর্টালে গিয়ে আবেদন করেই আপনি জন্ম-মৃত্যু শংসাপত্র পেতে পারেন। তার জন্য আর পুরসভা বা পঞ্চায়েত অফিসে ছুটতে হবে না।
https://janma-mrityutathya.wb.gov.in- এই লিঙ্ক ব্যবহার করে খুব সহজেই আপনি সার্টিফিকেট পেতে পারেন। এছাড়াও এ সংক্রান্ত বিশদ জানতে নবান্নের তরফে একটি হেল্প লাইন চালু করা হয়েছে। ১৮০০৩১৩৪৪৪২২২ টোল ফ্রি নম্বরটিতে ফোন করে আপনি এই সংক্রান্ত বিশদ তথ্য জানতে পারেন।
পাশাপাশি রাজ্যের তরফে আরও একটি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। বার্থ সার্টিফিকেটের সাথে সদ্যজাত শিশুর আধার কার্ডও পাওয়া যাবে ওই পোর্টালে। Unique Identification Authority of India বা UIDAI এর সঙ্গে যৌথ উদ্যোগে আধারের কাজটি করবে রাজ্যের পোর্টাল। জানা গিয়েছে, বার্থ সার্টিফিকেট পাওয়ার পরেই শিশুর বাবার আঙুলের ছাপ দিয়ে ‘বাল আধার’ নম্বর পাওয়া যাবে। নবজাতকের ৫ বছর বয়স পর্যন্ত এই আধারকার্ড বৈধ থাকবে।
Comments are closed.