অস্ট্রেলিয়া দলের স্ট্রাইকার হয়ে বিশ্বকাপ খেলেছেন। সেই জেসন কামিন্স এবার মোহনবাগান শিবির। কামিন্সকে সই করিয়ে কার্যত বড়সড় চমক দিল শতাব্দী প্রাচীন ক্লাব।
জানা গিয়েছে, আইএসএল খেলা একাধিক দল কামিন্সকে সই করাতে চেয়েছিল। তবে শেষমেশ তিনি যে বাগান তাঁবুতে আসবেন, তা অনেকেরই ধারণা ছিল না। কামিন্সকে নিয়ে আসায় বুক বেঁধেছে বাগান সমর্থকরাও। বর্তমানে সেন্টার কোস্ট মেরিনার্সের হয়ে খেলেন কামিন্স। সেখানে থেকে আসছেন মোহনবাগানে।
ময়দানে গুঞ্জন, বিশ্বকাপ খেলার সময় থেকেই কামিন্স-এর এজেন্টের সঙ্গে মোহনবাগান কর্তৃপক্ষের কথা হচ্ছিল। জানা গিয়েছে, কামিন্স যে অর্থ চেয়েছিলেন, তা দিতে রাজি হয় মোহনবাগান। এরপর তাঁকে ময়দানে আনার তোড়জোড় শুরু হয়।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে স্ট্রাইকার ছিলেন কামিন্স। ম্যাচ শেষে মেসির সঙ্গে তাঁকে জার্সি বদল করতেও দেখা যায়। যা সে সময় ফুটবল বিশ্বের নজর গড়েছিল। সেই তারকা কলকাতায় খেলতে আসছেন, যা নিঃসন্দেহে বিরাট ব্যাপার। সবুজ মেরুন জার্সি গায়ে কামিন্সকে ময়দানে দেখতে মুখিয়ে রয়েছে মোহনবাগান ভক্তরা।
Comments are closed.