জোর ধাক্কা বিজেপির, কংগ্রেসের সমর্থনে কর্ণাটকে সরকার গড়ছে জেডিএস

বিজেপিকে ঠেকাতে দেবেগৌড়ার জেডিএস সম্ভবত কংগ্রেসের সমর্থনে সরকার গড়তে চলেছে কর্ণাটকে। সম্ভবত দেবেগৌড়ার ছেলে কুমারস্বামী কর্ণাটকের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এদিন গণনার শুরুতেই কর্ণাটকে একক গরিষ্ঠতার দিকে এগোচ্ছিল বিজেপি। সকালে দেখে মনে হচ্ছিল নিশ্চিতভাবেই পতন হতে চলেছে সিদ্দারামাইয়ার কংগ্রেস সরকারের। গণনা শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে এমনই ছবি উঠে আসছিল কর্ণাটকের বিভিন্ন এলাকা থেকে। মোট ২২৪ টি আসনের মধ্যে প্রায় ১২০ টি আসনে এগিয়ে ছিল বিজেপি। তার অর্ধেক, ৬০ টির মতো আসনে এগিয়ে ছিল কংগ্রেস এবং ৪০-৪৫ টি আসনে এগিয়ে দেবেগৌড়ার জেডিএস।
কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যায়, কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কর্ণাটকে। যার ফলে কয়েক দিন ধরেই বিভিন্ন জনমত সমীক্ষায় কর্ণাটক বিধানসভা ত্রিশংকু হতে পারে বলে ইঙ্গিত মিলছিল, তাই সম্ভবত সত্যি হতে চলেছে। বিকেল সাড়ে ৪টে পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে ১০৫ টি আসনে। কংগ্রেস এগিয়ে ৭৮ টি আসনে এবং জেডিএস এগিয়ে ৩৭ টি এগিয়ে। ফলে কর্ণাটক বিধানসভায় কে সরকার গড়বে তা এদিন বিকেল পর্যন্তও নিশ্চিত নয়। তবে একটা কথা নিশ্চিতভাবেই বলা যায়, প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার জেডিএস-ই হতে কর্ণাটকে হতে চলেছে কিং-মেকার। সামনেই ছত্তিশগড় এবং তার পরে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে বিধানসভা নির্বাচন। বিকেল পর্যন্ত ইঙ্গিত, জেডিএস সরকার গড়তে চলেছে কংগ্রেসের সমর্থনে।

Leave A Reply

Your email address will not be published.