আজই বিজেপিতে তৃণমূলের জিতেন্দ্র তিওয়ারি?
বেশ কিছুদিন ধরেই এপাশ ওপাশ দুলছেন জিতেন্দ্র
দলে বিদ্রোহের পর দু’কুলই হারানোর পরিস্থিতি তৈরি হয়েছিল। কোনও মতে তা সামলানো গেলেও কাজ করতে পারছিলেন না বলে ঘনিষ্ঠ মহল অনুযোগও করেছিলেন। কাজ হয়নি। পান্ডবেশ্বরের জিতেন্দ্র তিওয়ারি শেষ পর্যন্ত যোগ দিচ্ছেন বিজেপিতেই।
সূত্রের খবর, মঙ্গল বা বুধবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পদ্ম পতাকা তুলে নেবেন তিনি।
বেশ কিছুদিন ধরেই এপাশ ওপাশ দুলছেন জিতেন্দ্র। কিন্তু প্রথম প্রয়াসে তাঁর বিজেপিতে যোগ দেওয়ায় বড়ো কাঁটা হয়ে দাঁড়ান আসানসোলের বাবুল সুপ্রিয়। আপত্তি জানান আরও কিছু নেতা। সে যাত্রায় বিজেপিতে যাওয়া হয়নি জিতেন্দ্রর।
[আরও পড়ুন- প্রচারে গেরুয়া ঝড়: অমিত শাহ ৫০, মোদী ২০-২৫, রাজ্যে ৭০ জনসভার পরিকল্পনা বিজেপির]
কিন্তু তৃণমূল সূত্রে খবর, জিতেন্দ্র যে বিজেপিতেই যাচ্ছেন তা একপ্রকার নিশ্চিত ছিলেন নেতৃত্ব। তাই ক্ষমা চেয়ে তৃণমূলের ফেরার পরেও পুরনো দায়িত্ব ফিরে পাননি উকিলবাবু বলে পরিচিত জিতেন্দ্র। ক’দিন আগে তাঁকে হিন্দি মুখপাত্রের দায়িত্ব দেয় তৃণমূল।
তৃণমূলের একাংশের দাবি, জিতেন্দ্র শুরু থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন। সেটা আঁচ করেই তাঁকে দায়িত্ব ফেরায়নি দল, দাবি তৃণমূলের এক শীর্ষ নেতার। এবার সমস্ত অবসান, বিজেপিতেই যাচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি।
Comments are closed.