বার্ষিক কোটি টাকার বেশি বেতনের চাকরির সুযোগ পেলেন বেশ কয়েকজন আইআইটি পড়ুয়া। আইআইটি বোম্বে ও মাদ্রাসের দুই পড়ুয়াকে ইন্ডিয়ান কোম্পানি মিলেনিয়াম বার্ষিক ১.৮০ কোটি টাকার প্যাকেজ দিয়ে নিয়োগ করেছে। অন্যদিকে অনলাইন গাড়ি সংস্থা উবের দেশের সেরা পাঁচটি আইআইটি থেকে পাঁচজন পড়ুয়াকে নিয়োগ করেছে বার্ষিক ২.০৫ কোটি টাকা প্যাকেজে।
আইআইটিগুলিতে চলছে ক্যাম্পাস ভিত্তিক নিয়োগ। আর প্রথম দিনেই দেশীয় কোম্পানির কাছে বার্ষিক কোটি টাকার চাকরির অফারে উচ্ছাসিত পড়ুয়ারা।
বিদেশি কোম্পানিগুলি আইআইটিগুলি থেকে পড়ুয়াদের চাকরিতে নিয়োগ করে প্রচুর টাকা বেতন দিয়ে। এবার দেশীয় কোম্পানিরগুলি বার্ষিক ১.৩০ কোটি থেকে ১.৮০ কোটি টাকা পর্যন্ত মাইনের অফার দিয়ে পড়ুয়াদের নিয়োগ করল।
করোনাকালে থমকে গিয়েছিল অর্থনৈতিক ব্যবস্থা। অনেকে কাজ হারিয়েছেন। আবার অনেক অর্ধেক বেতনে কাজ করছেন। এখন অনেকটাই স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। এরমধ্যেই দেশীয় কোম্পানিগুলি আইআইটির ক্যাম্পাস থেকে পড়ুয়াদের এত টাকা প্যাকেজে চাকরির অফার করায় খুশি পড়ুয়ারা।
Comments are closed.