ভারত-মার্কিন যৌথ উদ্যোগে তৈরি হবে ‘জ্যানসেন’ টিকা, জানাল জনসন অ্যান্ড জনসন
ভারতে আপাতত কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক-ভি ভ্যাকসিন দেওয়া চলছে
ভারতে করোনা অতিমারির আকার ভয়ঙ্কর রূপ নিয়েছে। দিকে দিকে ভ্যাকসিনের আকাল। এই সঙ্কটপূর্ণ পরিস্থিতিতে ভারতীয় ওষুধ কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা নতুন কোভিড ভ্যাকসিন আনার কথা প্রকাশ করল।
বায়োলজিক্যাল-ই লিমিটেডের সঙ্গে জনসন অ্যান্ড জনসন যৌথ উদ্যোগে তৈরি করবে জ্যানসেন ভ্যাকসিন। মঙ্গলবার একটি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে জনসন অ্যান্ড জনসনের তরফে।
বিবৃতিতে জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, আমাদের বিশ্বাস অদূর ভবিষ্যতে বায়োলজিক্যাল-ই বিশ্বের ভ্যাকসিন সরবরাহ নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভ্যাকসিন বণ্টনের আগে, এটা নিশ্চিত করা হবে যাতে ভ্যাকসিনের সরবরাহে কখনও টান না পড়ে। এর জন্য একাধিক মহাদেশের বিভিন্ন দেশকে একযোগে ‘জ্যানসেন’ ভ্যাকসিন প্রস্তুত করা হবে।
ভারতে আপাতত কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক-ভি ভ্যাকসিন দেওয়া চলছে। এবার সেই তালিকায় নাম তুলতে চলেছে ‘জ্যানসেন’। ইতিমধ্যই ‘জ্যানসেন’ ভ্যাকসিন মার্কিন মুলুকে ব্যবহারের অনুমতি পেয়েছে। এছাড়াও অনুমোদন মিলেছে ইউরোপীয় ইউনিয়ন ও তাইল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাতেও।
সূত্রের খবর, ভারতে ৬ জায়গায় হবে ‘জ্যানসেন’-এর ট্রায়াল। তার মধ্যে রয়েছে কলকাতার পিয়ারলেস হাসপাতাল। হাসপাতাল সূত্রে খবর, এথিক্স কমিটি ছাড়পত্র দিয়েছে। ট্রায়াল হবে ১০০ জনে স্বেচ্ছাসবকের ওপর।
ভারতে প্রচলিত ভ্যাকসিনগুলির সব ক’টি ডবল ডোজের ভ্যাকসিন। কিন্তু জ্যানসেন এক ডোজের ভ্যাকসিন। ফলত ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের জন্য হন্যে হয়ে ঘুরতে হবে না বলে আশ্বাস দিচ্ছে সংস্থা।
Comments are closed.