মুখ্যমন্ত্রী বলেছেন, আপনি আপনার মতো কাজ করে যান: জাস্টিস গাঙ্গুলি 

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তাঁর দেখা হয়েছে এবং কথাও হয়েছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী তাঁকে নিজের মতো কাজ করে যেতেও বলেছেন। মঙ্গলবার এক মামলার মাঝে এমনটাই জানালেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। যা নিয়ে ফের একবার হাইকোর্ট পাড়ায় চর্চা শুরু হয়েছে। 

বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নাম যে ভাবে চর্চার কেন্দ্রে উঠে এসেছে সম্প্রতি অতীতে এমন কোনও নিদর্শন কার্যত পাওয়া যায় না। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নির্দেশেই তদন্ত শুরু করেছে সেন্ট্রাল এজেন্সিগুলো। জেলে রয়েছেন পার্থ চ্যাটার্জিও। তাঁর একের পর এক পর্যবেক্ষণে রাজ্য রাজনীতিও তোলপাড় হয়েছে। এর মধ্যেই নতুন করে হাইকোর্ট সরগরম হয়ে ওঠে বর্ষীয়ান আইনজীবী  অরুণাভ ঘোষের সঙ্গে জাস্টিস গাঙ্গুলির বাক বিতন্ডার ঘটনায়। সম্প্রতি জাস্টিস গাঙ্গুলির নামে অভিযোগ জানিয়ে প্রধান বিচারপতির কাছে চিঠিও দিয়েছেন অরুণাভ ঘোষ সহ এক দল আইনজীবী। 

এই চিঠির প্রসঙ্গেই নিজের ক্ষোভ প্রকাশ করে জাস্টিস গাঙ্গুলি এদিন বলেন, আমার বিরুদ্ধে কয়েক জন আইনজীবী প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। এতে আমি অবাক হয়েছি! চিঠিতে লেখা হয়েছে, একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে কাজ করছি। অথচ ওই চিঠিতে কেউ লিখল না আমার জন্য কত জন দুর্নীতিগ্রস্ত মানুষ জেলে রয়েছেন, গ্রেফতার হয়েছেন।’’ তারপরেই তিনি বলেন, “নব মহাকরণ হস্তান্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছিল। আমি গিয়ে বলি, ম্যাডাম আমি অভিজিৎ গাঙ্গুলি। উনি আমার দিকে তাকান। তারপর বলেন, আপনার নাম শুনেছি। আপনি এত করেছেন, বলার কিছু নেই। মুখ্যমন্ত্রী বলেন, আপনি আপনার মত কাজ করে যান।” 

Comments are closed.