বহু প্রতীক্ষিত বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। ভিজছে আশেপাশের জেলাও। তীব্র দাবদাহের পরে স্বস্তির নিঃশ্বাস শহরবাসীর। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃষ্টির সঙ্গে ধেয়ে আসছে ঝড়। আগামী দু তিন ঘণ্টার মধ্যেই কলকাতা ও পাশের জেলা হাওড়ায় শুরু হবে কালবৈশাখী ঝড়। যার জন্য ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করল আবহাওয়ায় দফতর।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, কালবৈশাখীর দাপটে কলকাতার ও হাওড়ায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইবে। জন সাধারণকে নিরাপদ জায়গায় থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। কিছু জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্নের মতো ঘটনাও ঘটতে পারে বলে জানানো হয়েছে।
এদিকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি পড়লেও তারপরেও ফের ভ্যাপসা গরম ফিরবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। কিছুটা স্বস্তি মিললেও তা যে স্থায়ী হবে না, এমনটাই কার্যত জানানো হয়েছে। তবে এই বৃষ্টিতে দহন যন্ত্রনা অনেকটাই কমবে বলে আশা হাওয়া অফিসের।
Comments are closed.