WB Election 2021: আক্রান্ত কসবার BJP প্রার্থী ইন্দ্রনীল খাঁ, অভিযোগের তির তৃণমূলের দিকে

অভিযোগের আঙুল তৃণমূলের দিকে

বাইক বাহিনীর হামলার খবর পেয়ে ছুটে গিয়েছিলেন বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। অভিযোগ বুথ থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয় তাঁকে। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে।

চতুর্থ দফায় ভোট চলছে কসবায়। সকাল থেকে শান্তিপূর্ণ ভোট চলছিল। কিন্তু হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে কসবা কেন্দ্র। বুথে তৃণমূলের বাইকবাহিনীর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপির ইন্দ্রনীল খাঁ। বুথে ঢোকার মুখেই তাঁকে আটকে দিয়ে বিক্ষোভ দেখান ভোটাররা। বিজেপি প্রার্থীর অভিযোগ, বাইক বাহিনীর ছাপ্পা ভোট আটকাতে সংশ্লিষ্ট বুথে ছুটে যাই। কিন্তু আমাকে বুথে ঢুকতে দেওয়া হয়নি। তিনি আরও জানান, তৃণমূল সমর্থকরা তাঁর জামা ছিঁড়ে দেয়। অন্য এক বিজেপি কর্মীও আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। উল্টে তাঁদের দাবি, সকালে ভোটগ্রহণ শুরুর পর থেকেই কসবার বিজেপি প্রার্থী ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করছেন।

Comments are closed.