মাদার টেরিজার বায়োপিক এবার বড়পর্দায়। ছবির নাম ‘কবিতা অ্যান্ড টেরিজা’। যার নাম শুনতেই আমদের মাথায় আসে একজন অমায়িক চরিত্রের কথা। যিনি কিনা তার সারাজীবন উৎসর্গ করেছিলেন সাধারণ মানুষের নামে। দুঃখ, কষ্ট, রোগ সবকিছুতেই তিনি অন্যের পাশে দাঁড়ানোর চেষ্টা করে গেছেন।
আলবেনিয়ার এক ছোট্ট মেয়ে, ভারতে পা রাখেন। এরপর লরেটো স্কুলের শিক্ষিকা থেকে তিনি হয়ে যান আমাদের সবার আদর্শ। আমাদের সবার মা, মাদার টেরেজা। জীবন টা এতোটাও সহজ ছিল না, কিন্তু তিনি তবুও আশা ছাড়েন নি প্রভু যীশুর ওপর আস্থা রেখে মানুষের জন্য নিঃস্বার্থ ভাবে তিনি খেটে গিয়েছেন। আর এখন ইতিহাসের সাদা কালো হলদে পাতায় স্মৃতি হয়ে রয়ে গিয়েছেন। তাই এবার তাকে ঘিরেই হবে এই বিশেষ ছবি।
কমল মুসালের পরিচালনায় এই ছবিতে দেখা যাবে বিদেশি অভিনেত্রী জ্যাকলিনকে। পাশাপাশি এই ছবিতে রয়েছেন দীপ্তি নাভাল এবং বনিতা সান্ধু। আজ থেকে কলকাতায় ছবির শুটিং শুরু হচ্ছে। হাতিবাগান, এসপ্ল্যানেড, বনমালি সরকার স্ট্রিট, লোহিয়া মাতৃ সেবা সদন হাসপাতাল চত্বরে হবে এই সিনেমার শুটিং।
Comments are closed.