দিল্লির লেফটনেন্ট গভর্নরের উপর প্রধানমন্ত্রীর কী কারণে রাগ? জানালেন কেজরিওয়াল

চেষ্টা করেও আম আদমি পার্টির সরকারকে বেকায়দায় ফেলতে পারেননি দিল্লির বর্তমান লেফটনেন্ট গভর্নর অনিল বৈজল। সে কারনেই নাকি তাঁর উপর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এক ট্যুইট বার্তায় এমনই তথ্য জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি লিখেছেন, দিল্লির বর্তমান লেফটনেন্ট গভর্নর অনেক চেষ্টা করেছিলেন সরকারকে নানাভাবে বিড়ম্বনায় ফেলতে ও হেনস্থা করতে। কিন্তু তাঁর সব চেষ্টা সত্ত্বেও দিল্লি সরকার সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। ব্যর্থ হয়েছে অনিল বৈজলের সব চেষ্টা। আর এই কারনেই তাঁর উপর রাগ করেছেন প্রধানমন্ত্রী।


কেজরিওয়াল জানিয়েছেন, সূত্র মারফত তিনি জানতে পেরেছেন, দিল্লি সরকার শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ এবং পানীয় জলের মতো বিভাগগুলিতে যে কাজ করছে প্রধানমন্ত্রী তাতে বাধা সৃষ্টির দ্বায়িত্ব দিয়েছেন লেফটনেন্ট গভর্নরকে। পাশাপাশি আপ সুপ্রিমোর আরও দাবি, প্রাক্তন লেফটনেন্ট গভর্নর নজিব জঙ্গ’কেও একই দ্বায়িত্ব দিয়েছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু সে দ্বায়িত্ব পালন করতে না পারায় তাঁকে সরতে হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.