কেরলে দারিদ্রসীমার নিচের সকলে বিনামূল্যে ইন্টারনেট পাবেন; ঘোষণা মুখ্যমন্ত্রীর 

দৃষ্টান্ত স্থাপন করল কেরল সরকার। সে রাজ্যে দারিদ্রসীমার নিচে বসবাসকারী সকলকে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে বাম শাসিত রাজ্য সরকার। বৃহস্পতিবার ট্যুইট করে এমনটাই ঘোষণা করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। 

কেরলই প্রথম রাজ্য যাদের নিজেস্ব ইন্টারনেট পরিষেবা রয়েছে। বৃহস্পতিবার একটি ট্যুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, দেশের মধ্যে কেরলই প্রথম রাজ্য যারা নিজেস্ব ইন্টারনেট পরিষেবা শুরু করেছে। কেরল ফাইবার অপ্টিক লিমিটেড ইতিমধ্যেই Dot.India থেকে পরিষেবার জন্য প্রয়োজনীয় লাইসেন্স পেয়েছে। কেরল ফাইবার অপ্টিক লিমিটেড এবার থেকে জনগণের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট পরিষেবা প্রদান করবে। সেই সঙ্গে কেরল সরকার জানিয়েছে, রাজ্যের সরকারি অফিসগুলোতে এবং দারিদ্রসীমার নিচে বসবাসকারীদের বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে। কেরল সরকারের দাবি, এই পরিষেবা একবার শুরু হলে কেরলবাসীর মধ্যে আর কোনও ডিজিটাল বিভেদ থাকবে না। একজন দরিদ্র কেরলবাসীও আর পাঁচজনের মতোই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 

 

বর্তমান সময়ে ইন্টারনেটে ছাড়া এক পাও চলা কার্যত অসম্ভব। কোভিডের পর থেকে তো দৈনন্দিন জীবনের সঙ্গে একপ্রকার অনিবার্য হয়ে গিয়েছে নেট পরিষেবা। চাকরি থেকে পড়াশোনা সব ক্ষেত্রেই নেট ব্যবহার অপরিহার্য। কিন্তু খরচের কারণে এখনও সিংহভাগ দেশবাসীর কাছে ইন্টারনেট ধরাছোঁয়ার বাইরে। এই আবহে কেরল সরকারের এই অভিনব উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন। 

Comments are closed.