ত্রিপুরার পর কেরল, বাম শাসিত রাজ্যে মমতা ব্যানার্জির ছবি দেওয়া বিশাল হোডিং  

রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর জাতীয় স্তরে নিজেদের জায়গা পাকা করতে মাঠে নেমেছে তৃণমূল। বিজেপি বিরোধী শক্তির মুখ হয়ে উঠেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।

২১ জুলাইয়ের শহীদ দিবস গোটা দেশে পালিত হওয়ার পর এবার রীতিমত অন্য রাজ্যে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির নামে বড় বড় হোডিং। তার প্রমাণ মিলল বাম শাসিত কেরলে। কেরলের এর্নাকুলামের এক রাস্তায় দেখা গেল তৃণমূল নেত্রীর ছবি দেওয়া বিশাল হোর্ডিং। সেখানে ইংরাজি এবং মালয়ালি ভাষায় লেখা, ভারত বাঁচাতে দিদিকে সঙ্গে নিয়ে দিল্লি চল।

কেরলের প্রদেশ তৃণমূল কংগ্রেস কমিটি রাজ্যে এইভাবে প্রচারে চালাচ্ছে। এর আগেও দক্ষিণের রাজ্যে মমতা ব্যানার্জির ছবি দেওয়া দেওয়াল লিখন দেখা গিয়েছিল। তামিলনাডু়র রাজনৈতিক দলগুলির সঙ্গে তৃণমূল নেত্রীর সম্পর্ক ভাল। প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার সঙ্গে তাঁর ভাল সম্পর্ক ছিল। বর্তমানে ডিএমকে স্ট্যালিনের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক।

এবার বাম শাসিত কেরলে দেখা গেল বাংলার দিদির হোডিং।

বাংলায় ৩৪ বছরের বাম জমানার পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল। এবার সেই লক্ষ্যে কেরলকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। কেরলে ৫১ সদস্যের রাজ্য কমিটি তৈরি করেছে তৃণমূল। তৈরি হয়েছে পার্টি অফিসও। সেখানে দলীয় পতাকা হাতে তুলে একে একে তৃণমূলে যোগদান করেছেন অনেকেই।

ত্রিপুরাতেও সরকার গড়ার লক্ষ্যে রয়েছে তৃণমূল। ত্রিপুরা সফর করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেখানে তিনি বিপ্লব দেবকে সেই রাজ্যে ক্ষমতা গড়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। শোনা গেছে সেপ্টেম্বরে ত্রিপুরায় জনসভা করবেন মমতা ব্যানার্জি। এরপরই কেরলে দেখা গেল মমতা ব্যানার্জির ছবি।

Comments are closed.