শাহরুখ খানের পুত্র আব্রাহাম থেকে ঐশ্বর্য রাই এর কন্যা আরাধ্যা পড়াশোনা করছেন “ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল” এ, বলিউডের স্টার কিড পারেন এই স্কুলে পড়াশোনা করতে; সাধারণ মানুষের জন্য নয় এই স্কুল, ফিস শুনলে অবাক হবেন আপনি
আমরা সকলেই খুব ভালো মতোই জানি সেলিব্রিটিদের থেকে সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই আলাদা। খুবই বিলাসবহুল জীবনযাপনে মত্ত থাকেন সেলিব্রিটিরা। তেমনি তাঁদের ছেলে মেয়েরাও পড়াশোনা করে থাকেন ঠিক সেরকম স্কুলেই। বিদেশে অথবা দেশের বিভিন্ন বিদেশে অথবা ভারতেরই বিভিন্ন বেসরকারি নামি বিলাসবহুল প্রতিষ্ঠানে শুরু হয় তাঁদের পড়াশোনা। ভারতের এমন একটি বিলাসবহুল বেসরকারি স্কুল হল “ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল”।
এই স্কুলের প্রতিষ্ঠাতা হলেন নীতা আম্বানি ও তাঁর মেয়ে ইশা আম্বানি। মুকেশ আম্বানি তাঁর বাবা ধীরুভাই আম্বানির স্মরণে এই স্কুলটি তৈরি করেন। ২০০৩ সালে প্রতিষ্ঠা করা হয় এই স্কুলের। আর তারপর থেকেই বেশ রমরমিয়ে চলছে স্কুল। বর্তমানে ভারতের এই বেসরকারি স্কুল বিশ্বের অন্যান্য জনপ্রিয় স্কুল গুলির মধ্যে একটি। স্কুলটি উচ্চমানের শিক্ষা এবং বিলাসবহুল পরিবেশের জন্য বিখ্যাত। এই স্কুলের কয়েকজন সেলিব্রিটি স্টুডেন্ট হলেন, শাহরুখ খানের পুত্র আব্রাহাম, সাইফ আলী খানের ছেলে তৈমুর আলী খান এবং ঐশ্বর্য রাই বচ্চনের কন্যা আরাধ্যা বচ্চন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই স্কুলে LKG থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিশুদের এক বছরের ফিস ১.৫ লক্ষ টাকা। অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত বার্ষিক ফিস ৫ লক্ষ ৯০ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য বার্ষিক ফিস ১০ লক্ষ টাকা। এছাড়াও নীতা আম্বানি এই স্কুলে আলাদা করে পরীক্ষা কার, নাচের জন্য আলাদা ব্যবস্থা, যোগাসন করার আলাদা জায়গা, অডিটোরিয়াম থেকে বড় খেলার মাঠ সবেরই ব্যবস্থা রেখেছেন। সুতরাং বুঝতেই পারছেন যে সাধারণ মানুষ তাদের ছেলেমেয়েদের এই স্কুলে পড়ানোর কথা মাথাতেও আনতে পারবেন না।
Comments are closed.