১৯ ডিসেম্বর কলকাতা এবং হাওড়ার পুরভোট চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্য সরকারের প্রস্তাবে সায় দিয়ে ১৯ ডিসেম্বরই কলকাতা এবং হাওড়ার পুরসভার ভোট ঘোষণা করতে চলছে নির্বাচন কমিশন। কালীপুজো মিটলেই ভোটের বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে খবর। ফলাফল প্রকাশিত হবে ২২ ডিসেম্বর।
ভবানীপুরের ভোট মিটতেই জল্পনা শুরু হয়েছিল দ্রুতই রাজ্যের বকেয়া পুরভোট হতে পারে। প্রশাসনিক মহলে গুঞ্জন ছিল, ডিসেম্বরেই রাজ্যে পুরভোট হতে পারে। এদিন সেই মতো নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় কলকাতা ও হাওড়ার ভোট হবে।
এদিকে উপনির্বাচনের পরাজয় ভুলে পুরভোটকে পাখির চোখ করে দলীয় কর্মী সমর্থকদের লড়ার বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার। পাশাপাশি, রাজ্য বিজেপি সভাপতি পুরভোটও কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর দাবি জানিয়েছেন। বিজেপি সূত্রে খবর, পুরভোটে বিজেপি বিধায়কদের প্রার্থী করতে পারে গেরুয়া শিবির। শংকর ঘোষ সহ একাধিক বিজেপি বিধায়কদের সামনে রেখে পুরভোট লড়তে পারে রাজ্য বিজেপি।
Comments are closed.