সেশনের ১০ ভাগের ১ ভাগ পারদর্শিতা দেখাতে পারবে কি আজকের কমিশন? চূড়ান্ত অসন্তুষ্ট প্রধান বিচারপতি

নির্বাচন কমিশনের কাজে চূড়ান্ত অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি বলেছেন, কমিশনের চূড়ান্ত ক্ষমতা আছে কিন্তু বাস্তবে তার কোনও প্রয়োগ দেখতে পাচ্ছি না।

টি এন সেশনের আমলের ১০ ভাগের ১ ভাগ পারদর্শিতা কি আজকের কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেখাতে পারবে? আমরা সন্দিহান। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ কমিশন শুধু সার্কুলার দিয়ে দায় সারছে। বাকিটা জনগণের উপর ছেড়ে দিচ্ছে নির্বাচন কমিশন। সব সুবিধে থাকলেও কমিশন কেন কিছুই ব্যবহার করছে না? প্রশ্ন কলকাতা হাইকোর্টের। প্রধান বিচারপতি বলেন, কমিশন যদি অপারগ হয় তাহলে হাইকোর্ট সেই কাজ করতে বাধ্য হবে। 

করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ভোট প্রচার বন্ধ করার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতেই কমিশনকে তুলোধোনা করল আদালত।

 

Comments are closed.