কলকাতা পুরভোটে স্থগিতাদেশ নয়, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট 

নির্দিষ্ট দিনেই হচ্ছে কলকাতা পুরভোট। বুধবার শুনানি শেষে  তেমনটাই জানালো কলকাতা হাইকোর্ট। এদিন শুনানির পর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানায়, কলকাতা পুরভোটে স্থগিতাদেশের প্রয়োজন নেই। যার অর্থ ১৯ ডিসেম্বরই হচ্ছে কলকাতার ভোট। সেই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনকে বাকি পুরসভাগুলিতে যত দ্রুত সম্ভব ভোর করানোর নির্দেশ দিয়েছে আদালত। 

একসঙ্গে পুরভোট নিয়ে বিজেপির তরফে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। যার মধ্যে অন্যতম মামলাটি ছিল কলকাতার সঙ্গে বাকি পুরসভাগুলির ভোট করানো। এদিনের শুনানিতে বিজেপির সেই আবেদন কার্যত খারিজ করছে হাইকোর্ট। সেই সঙ্গে বাকি পুরসভাগুলির দ্রুত ভোট চেয়ে বিজেপির তরফে যে আবেদন করা হয়, তার পরিপ্রেক্ষিতে আদালত নির্বাচন কমিশন ও রাজ্যকে নির্দেশ দেয় বাকি পুরসভাগুলিতে যত দ্রুত সম্ভব এবং কম দফায় ভোট ঘোষণা করতে হবে। 

উল্লেখ্য, আদালতে রাজ্য নির্বাচন কমিশন জানায়, রাজ্যের সঙ্গে বাকি পুরসভাগুলির ভোট নিয়ে আলোচনা চলছে। সেটা সম্পূর্ণ হলেই ভোট ঘোষণা করবে কমিশন। এই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি রাজ্য ও নির্বাচন কমিশনকে নির্দেশ দেন, যত দ্রুত সম্ভব আলোচনা শেষ করে আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে আদালতে জানাতে হবে বকেয়া ভোট নিয়ে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নিয়েছে। এদিন জাস্টিস শ্রীবাস্তব মন্তব্য করেন, নির্দির্ষ্ট সময়ের মধ্যে ভোট করানো রাজ্য ও নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়বদ্ধতার মধ্যে পড়ে। পুর মামলার পরিবর্তী শুনানি ২৩ ডিসেম্বর।      

 

Comments are closed.