এবার শহরে বসতে চলেছে মহিলাদের জন্য আধুনিকমানের টয়লেট। আর এই টয়লেটেই থাকবে ব্রেস্ট ফিডিংরুম। নির্বাচনী ইস্তেহারে দেওয়া কথা রাখতে চলেছে কলকাতা পুরসভা।
পুরসভার প্রতিটি ওয়ার্ডেই এই টয়লেট হবে বলেই জানা গিয়েছে। শহরের বড় বড় ক্রসিংগুলির পাশেই থাকবে মহিলাদের জন্য উন্নতমানের টয়লেট। এই টয়লেটে শৌচালয়, স্নানাগার, পোশাক বদলের ঘর ছাড়াও থাকবে ব্রেস্ট ফিডিংয়ের জন্য ঘর।
ইতিমধ্যেও পুরসভার বস্তি বিভাগের পক্ষ থেকে প্রত্যেটি ওয়ার্ডের কাউন্সিলরদের চিঠি দেওয়া হয়েছে। সেখানে এই উন্নতমানের টয়লেটের জন্য জমি তৈরী করতে বলা হয়েছে।
কলকাতা পুরসভা নির্বাচনের আগে নির্বাচনী ইস্তাহারে মহিলাদের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কলকাতা পুরসভায় ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। তাই ইস্তেহারে দেওয়া কথা এবার রাখতে চলেছে পুরসভা। এবার মহিলাদের জন্য পৃথক ব্রেস্ট ফিডিংরুম তৈরি করার উদ্যোগ নিল কলকাতা পুরসভা।
Comments are closed.