কেমিস্ট্রি অনার্স নিয়ে পাশ করার পরেও এই মহিলা গর্বের সঙ্গে কাঁধে তুলে নিয়েছেন বাস কন্ট্রাক্টরের ব্যাগ

কেমিস্ট্রি অনার্স নিয়ে পাশ করার পরেও কাঁধে তুলে নিয়েছেন কন্ট্রাক্টরের ব্যাগ এই মহিলা। চন্দ্রকোনা থেকে কলকাতাগামী দুরপাল্লার বাসে চাপলে দেখা যেতেও পারে তাঁকে। তিনি সাগরিকা পল্লবী ওরফে সোনাই। নিজের মনের জোরেই এই পেশা বেছে নিয়েছেন তিনি।
এস কয়েক আগে নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটি বাস কেনেন সাগরিকা। শুরু করেন পরিবহণ ব্যবসা। সেই বাস এখন চন্দ্রকোনা থেকে কলকাতা স্টেশন পর্যন্ত চলে। আর সেই বাসেই কন্ট্রাক্টর হয়ে কাজ করিম তিনি। পাশে পেয়েছেন স্বামীকে। প্রথমে পরিবার এই পেশা মেনে না নিলেও পরে সবাইকে মানিয়ে নিয়ে আজ এই কাজে সফল হয়েছেন তিনি।

প্রতিদিন রাত ৩ টের সময় ঘুম থেকে ওঠেন সাগরিকা। এরপর কাঁধে কন্ট্রাক্টরের ব্যাগ নিয়ে রওনা দেন চন্দ্রকোনা বাস স্ট্যান্ডের দিকে। সেখান থেকে ভোর সোয়া পাঁচটা নাগাদ বাস ছাড়ে কলকাতার উদ্দেশ্য। বাস কেনার শুরুতে এই কাজ করতেন না সাগরিকা। কিন্তু কন্ট্রাক্টরের খরচ অনেকটা। তাই নিজেই এই কাজ করছেন তিনি। বাড়ির কাজ, বাইরের কাজ সবটা সামলিয়ে পরিবারে বট গাছের মতন দাঁড়িয়ে আছেন সাগরিকা।

Comments are closed.