কলকাতায় করোনা আক্রান্ত আরও এক, রাজ্যে সংখ্যা বেড়ে ১০
কলকাতা তথা রাজ্যে করোনায় আক্রান্ত হলেন আরও এক প্রৌঢ়। এই নিয়ে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। কলকাতার পিয়ারলেস হাসপাতালের সিসিইউতে ভর্তি থাকা ওই প্রৌঢ় বাইপাসের ধারে নয়াবাদ অঞ্চলের বাসিন্দা।
জ্বর ও সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রৌঢ়ের রক্ত ও লালারসের নমুনা পাঠানো হয়েছিল নাইসেডে। বুধবার রাতে আসা সেই রিপোর্টে করোনা পজিটিভ বলে জানা গিয়েছে। তড়িঘড়ি আক্রান্তের পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। বাড়ির বাইরে পুলিশ প্রহরা রাখা হয়েছে।
রাজ্যের প্রথম করোনা আক্রান্ত তরুণ এই নয়াবাদ, পঞ্চসায়র ইত্যাদি অঞ্চলে ঘোরাঘুরি করেছিলেন বলে অভিযোগ। সেখান থেকে সংক্রমণ ছড়িয়েছে কি না, তাও দেখছেন বিশেষজ্ঞরা। রাজ্যে দশম করোনা আক্রান্ত এই প্রৌঢ়ের বিদেশ যাওয়ার কোনও রেকর্ড নেই বলে খবর। তবে গত কয়েকদিনে তিনি কার কার সংস্পর্শে এসেছিলেন তার খোঁজ চালাচ্ছে প্রশাসন। পরিবার সূত্রের খবর, তিনি কয়েকদিন আগে মেদিনীপুরে একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে কয়েকজন বিদেশ ফেরত ব্যক্তি আমন্ত্রিত ছিলেন। প্রশাসন সেই সব খবরও যাচাই করে দেখছে।
Comments are closed.