সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, লকডাউনের জেরে কলকাতার বায়ু দূষণের মাত্রা বাকি তিন শহর দিল্লি,লখনউ, মুম্বই-এর তুলনায় অনেকটাই কমেছে। ২০২০ তে দেশজুড়ে সম্পূর্ণ লকডাউন এবং ২০২১ এ আংশিক লকডাউনে দিল্লি,লখনউ, মুম্বই-এর তুলনায় কলকাতায় বায়ু দূষণের মাত্রা প্রশংসনীয় ভাবে কমেছে। তবে লকডাউন চললেও মায়ানগরী মুম্বইয়ে দূষণের মাত্রায় খুব একটা প্রভাব পড়েনি এমনই তথ্য উঠে এসেছে সার্ভেতে।
Central Pollution Control Board(CPCB) দেশের এই চারটি শহরের উপর গবেষণা চালায়। দেশজুড়ে লকডাউন জারি হওয়ার আগে এবং লকডাউন চলাকালীন, ২০১৯ থেকে ২০২১ সংস্থাটি গবেষণা চালায়।
গবেষণা অনুযায়ী, লকডাউন চলাকালীন উল্লেখযোগ্য ভাবে কলকাতার দূষণ মাত্রা কমেছে। ২০১৯ লকডাউনের আগে দূষণের মাত্রা 41.8µg/m3 থেকে লকডাউন চলাকালীন ২০২০ তা কমে দাঁড়ায় 27.9µg/m3। ২০২১ আংশিক লকডাউন চলাকালীন দূষণের মাত্রা কিছুটা বেড়ে হয় 37.3µg/m3।
মুম্বইয়ের PM 2.5 লেভেল মার্চ থেকে মে মাসে ছিল 21.6µg/m3, ২০২০ তে যা বেড়ে দাঁড়ায় 31.3µg/m3 এবং বর্তমানে দূষণের মাত্রা 40.3µg/m3।
CSIR-Indian Institute of Toxicology Research এর চিফ সায়েন্টিস্ট জি সি কিসকু জানান, সম্পূর্ণ লকডাউন চলাকালীন যানবাহন, কারখানা বন্ধ থাকায় বায়ু দূষণের মাত্রা অনেকটাই কমেছে, ২০২১ এর আংশিক লকডাউন চলাকালীন যা কিছুটা বেড়েছে। তিনি আরও বলেন, সামগ্রিকভাবে গত বছরের তুলনায় এবছর বায়ু দূষণের মাত্রা বেশ কিছুটা বেড়েছে।
Comments are closed.