দূষণে দিল্লিকেও ছাপিয়ে যাচ্ছে কলকাতা! শহরের কয়েকটি জেলায় বায়ু দূষণের মাত্রা সাংঘাতিক 

দিল্লির বাতাসের গুণগত মান অতি বিপদজনক। রাজধানীর বায়ু দূষণ সাংঘাতিক পর্যায়ে পৌঁছেছে। তবে এবার বায়ু দূষণের নিরিখে কোথাও কোথাও দিল্লিকেও টেক্কা দিল কলকাতা। 

দীপাবলির রাতের পর দিল্লির বায়ু দূষণ আরও ভয়ঙ্কর চেহারা নিয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স কোথাও কোথাও ৯০০ ছাড়িয়ে গিয়েছে। তবে কলকাতাও যেন কোথাও কোথাও টেক্কা দিচ্ছে দিল্লিকে। কালীপুজোর রাতে দেদার বাজি ফেটেছে শহরেও। ফলে সকাল হতেই দেখা গেছে বাতাসের গুণমানের অতি ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। 

পরিবেশবিদদের দেওয়া তথ্য অনুযায়ী, কালীপুজোর পরে কলকাতার কয়েকটি জায়গায় বাতাসের স্বাস্থ্য অত্যন্ত উদ্বেগজনক। 

ভিক্টোরিয়া মেমোরিয়াল, বালিগঞ্জ ও যাদবপুরের বাতাসের গুনগত মান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩০০-৪০০ মধ্যে। 

২০২১ সালের জানুয়ারি মাস থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাতাসের গুনগত মানের পরিবর্তন বিচার করতে একটি সমীক্ষা চালিয়েছিল সেন্টার পলিউশন কন্ট্রোল বোর্ড। তা থেকে যে পরিসংখ্যান উঠে এসেছে, তাতে কলকাতায় বাতাসের গুনগত মান চিন্তায় ফেলেছে পরিবেশবিদদের। বর্তমানে সারা দেশে দূষণের নিরিখে দিল্লির পরেই জায়গা রয়েছে কলকাতার। 

Comments are closed.