মেটিয়াবুরুজের একটি ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক রঙ দিয়ে গুজব ছড়ানোর জন্য কড়া বার্তা দিল কলকাতা পুলিশ। লালবাজার সূত্রের খবর, গত বছর জুন মাস মেটিয়াবুরুজের এক কিশোরী নিঁখোজ হয়ে যায়। এত মাস বাদে গত দুদিন ধরে কিছু লোক এই নিখোঁজ হওয়ার ঘটনাকে সাম্প্রদায়িক রঙ দিয়ে সোসাল মিডিয়ায় গুজব ছড়াতে শুরু করে। এরপরই মঙ্গলবার কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার, ক্রাইম, প্রভীন ত্রিপাঠি, টুইট বার্তায় কড়া অবস্থান ঘোষণা করেন। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে সোসাল মিডিয়াকে ব্যবহার করে গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
Comments