সুশান্তের সঙ্গে করা প্রথম এবং শেষ ছবি ‘Raabta’ র স্মৃতি তুলে ধরে সুশান্ত-শোকে ভাসলেন কৃতী শ্যানন

‘ছবি আসে, ছবি যায়…

তবে প্রতিটি ছবির পিছনে থেকে যায় অনেক স্মৃতি… সেই মুহূর্তগুলি আমাদের মধ্যেই থাকে…’

দেখতে দেখতে কেটে গেল একটা বছর। ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকী। মুম্বইয়ের বান্দ্রারের ফ্ল্যাটে সুশান্তের রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছিল। যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছিল সুশান্ত আত্মঘাতী করেছেন।

সুশান্তের মৃত্যুবার্ষিকী পূর্ণ হতে আর ৩ দিন বাকি। তার আগেই সুশান্ত স্মৃতিতে ভাসলেন অভিনেতার সহ-অভিনেত্রী কৃতী শ্যানন।

৯ জুন ২০১৭ তে মুক্তি পেয়েছিল সুশান্ত এবং কৃতী শ্যানন অভিনীত ছবি ‘রাবতা’। বুধবার রাবতার চার বছর পূর্ণ হল। চার বছর আগের স্মৃতি আজও অমলীন কৃতীর হৃদয়ে। সব আছে, শুধু নেই সুশান্ত। রাবতার শুটিং চলাকালীন যে ছোট ছোট মুহূর্তগুলি ছিল তা ভিডিও আকারে এদিন নিজের টাইম লাইনে শেয়ার করেছিলেন কৃতী। ভিডিওতে ধরা দিয়েছেন হাসিখুশি সুশান্ত, ধরা পড়েছে সুশান্ত-কৃতীর খুনসুটি, প্রেম।

 

 

View this post on Instagram

 

A post shared by Kriti (@kritisanon)

ভিডিওর ক্যাপশনে কৃতী লিখেছেন, আমি কানেকশনে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যাত্রাপথে আমাদের সঙ্গে যে সব মানুষের দেখা হয় তাঁদের সঙ্গে আমাদের দেখা হওয়ারই ছিল। ঠিক যেমন রাবতা ছবির দৌলতে ম্যাডক ফিল্মস এবং সুশান্তের সঙ্গে আমার পরিচয়। ছবি আসে, ছবি যায়… কিন্তু প্রতিটি ছবির পিছনে থেকে যায় অনেক স্মৃতি…। যোগ করেন, রাবতা সবসময় আমার হৃদয়ের খুব কাছের ছবি হয়ে থাকবে। জানতাম না ওই ছবিই আমাদের প্রথম এবং শেষ ছবি হয়ে থেকে যাবে।

১৪ জুন ২০২০। সুশান্তের মৃত্যুর খবর পেয়ে অভিনেতার প্রাক্তন প্রেমিকা ভেঙে পড়েছিলেন। সুশান্তের মৃত্যুর ট্রমা কাটিয়ে ঠিক দু’দিন পর তাঁকে নিয়ে একটি আবেগমাখা পোস্ট করেছিলেন অভিনেত্রী। তিনি লিখেছিলেন, সুশ, তোমার অসাধারণ মন একই সঙ্গে তোমার বন্ধু এবং শত্রু দুইই ছিল। যদি তোমার ভাঙা মনটাকে জোড়া লাগাতে পারতাম। যদিও সে কাজ আমি করতে পারিনি। তোমার জীবনের একটা অংশ সারা জীবন আমার মনে জীবিত হয়ে থাকবে।

 

 

View this post on Instagram

 

A post shared by Kriti (@kritisanon)

২০২০র ১৪ জুন মুম্বইয়ের পশ্চিম বান্দ্রারের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় জনপ্রিয় বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। পুলিশ জানিয়েছিল সুশান্ত আত্মঘাতী করেছেন। কিন্তু রহস্য মৃত্যু নিয়ে তদন্ত শুরু হলে একে একে জট খুলতে শুরু করে। প্রায় এক বছর হতে চলল এখনও অধরা মৃত্যুর কারণ!

Comments are closed.