‘শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হোক’ পেগসাস নিয়ে বিরোধী দলনেতাকে তোপ কুণালের 

বুধবার পেগসাস কাণ্ডে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার শিকার হয়েছে মোদী সরকার। শীর্ষ আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে এবার রাজের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেফতারি দাবি করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। 

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই এদিন একটি ট্যুইট করেন কুণাল। ট্যুইটে তিনি লেখেন, সুপ্রিম কোর্টের তদন্ত কমিটি গঠনের নির্দেশে এটা প্রমাণিত যে, পেগসাস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদক্ষেপ সঠিক ছিল। তারপরেই কুণাল দাবি করেন, তদন্তের স্বার্থে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে জেরা করা হোক। উনি বলেছিলেন সব ফোন, কললিস্ট ওঁর কাছে আছে। ওঁকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। 

উল্লেখ্য, এদিন পেগসাস কাণ্ডের তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। সেই সঙ্গে কেন্দ্রের উদ্দেশ্যে আদালতের মন্তব্য,  জাতীয় নিরাপত্তার নামে যা খুশি করতে পারে না কেন্দ্র। প্রধান বিচারপতি এনভি রামানা বলেন, যথেষ্ট সময় সুযোগ দেওয়া সত্ত্বেও পেগসাস নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে ব্যর্থ কেন্দ্র। জাতীয় নিরাপত্তার যে অজুহাত কেন্দ্র দিচ্ছে তা সমর্থন যোগ্য নয়। 

Comments are closed.