জাতীয় মানবাধিকার কমিশন বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে। ত্রিপুরায় তৃণমূল নেতাদের উপর হামলার ঘটনায় বিজেপির সাথে মানবধিকার কমিশনকেও এক হাত নিলেন দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।
সোমবার আগরতলায় সাংবাদিক বৈঠক করেন কুণাল। এদিনের সাংবাদিক বৈঠক থেকে তিনি একাধিকবার জাতীয় মানবধিকার কমিশনের বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, ত্রিপুরায় তৃণমূলের উপর হামলার ঘটনায় মানবধিকার কমিশন চুপ কেন?
এখানেই থামেননি কুণাল। কমিশনকে তিনি তীব্র কটাক্ষ করে বলেন, জাতীয় মানবাধিকার কমিশন এখন বিজেপির অধিকার রক্ষার কমিশন হয়ে গিয়েছে।
কেন্দ্রীয় সরকারকেও এদিন আক্রমণ করেন কুণাল। বলেন, বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে ওঁদের সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে বিজেপিরই বিক্ষুব্ধ গোষ্ঠী হামলা চালিয়েছিল। সেই ঘটনায় বাংলার তিন আইপিএসকে দিল্লিতে তলব করা হয়। ত্রিপুরায় অভিষেক ব্যানার্জির গাড়িতে হামলার ঘটনায় এখনও কোনও পুলিশ কর্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলনা কেন?
বিজেপির বিরুদ্ধে অভিযোগ, ত্রিপুরায় ধৃত তৃণমূল নেতাদের আইনজীবীদের কোর্টে ঢুকতে বাধা দেওয়া হয়। সেই প্রসঙ্গ তুলে এনে এদিন ফের কুণাল বলেন, যে রাজ্য আইনজীবীদের আদালতে ঢুকতে দেওয়া হয়না। সে রাজ্য গণতান্ত্রিক রাজ্য নয়।
বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তৃণমূল মুখপাত্র বলেন, বাংলায় আমরা সিপিএম-কংগ্রেসকে শূন্য করে দিয়েছি, বিজেপির দিল্লির নেতারা এসে খালি হাতে ফিরে গিয়েছেন। অত্যাচার করে তৃণমূলকে থামানো যাবে না। ত্রিপুরার মানুষ তৃণমূলকে চাইছে।
সোমবার ফের একবার বাম সমর্থকদের তৃণমূলকে সমর্থনের আবেদন করেন তিনি।
Comments are closed.