কালীপুজোর দিনই একধাক্কায় অনেকটা কমেছে পেট্রোল ডিজেলের দাম। যারা জেরে স্বাভাবিক ভাবেই খুশি দেশবাসী। পেট্রোল ডিজেলের দাম কমানোর সিদ্ধান্তকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপির দাবি, কেন্দ্র তাদের প্রাপ্য শুল্ক কমিয়ে এক ধাক্কায় অনেকটা কম করছে পেট্রোলের দাম, এবার রাজ্যও নিজের ভাগের কর কমিয়ে জ্বালানির দাম কমাতে উদ্যোগ নিক। আর বিজেপির এই দাবির এবার পালটা জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
কালীপুজোর সকালে কুণাল ঘোষ ট্যুইটে তোপ দেগেছেন মোদী সরকারকে। তিনি লেখেন, লাগাতার দাম বাড়িয়ে মানুষের চোখে ধুলো দিতে কর কমানোর নাটক। আগে মূল দাম কমানো হোক।
তৃণমূল মুখপাত্রের অভিযোগ, কর কেন্দ্র বেশি পায়, তাই ক্ষতি কম। সেই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের প্রাপ্য পায়। বাড়তি টাকা পায়। কর কমলেও পুষিয়ে দেয়। এদিকে বাংলা বকেয়া পায় না।
তেল: নিজেরা দাম বাড়িয়ে সামান্য কমানোর নাটক।
কর কেন্দ্র বেশি পায়। ক্ষতি কম।
বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের প্রাপ্য পায়। বাড়তি পায়। কর কমালেও পুষিয়ে দেয়।
বাংলা বকেয়াই পায় না।
লাগাতার রেকর্ড দাম বাড়িয়ে মানুষের চোখে ধুলো দিতে কর কমানোর নাটক।
আগে মূল দাম কমানো হোক।— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 4, 2021
মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম সেঞ্চুরির উপরে থাকলেও দাম কমানোর জেরে বেশকিছুটা স্বস্তির মুখে আমজনতা। এদিন কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম, ১০৪.৬৭ টাকা যা আগের দামের তুলনায় ৫.৮২ টাকা কম। দাম কমেছে ডিজেলের। কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম কমেছে ১১.৭৭ টাকা করে। যার জেরে এদিন ডিজেলের দাম, ৮৯ টাকা ৭৯ পয়সা।
Comments are closed.