হাইকোর্টের রায়ে শুভেন্দু রক্ষাকবচ পাননি, ভুল প্রচার করা হচ্ছে; ট্যুইটে দাবি কুণালের  

সোমবার হাইকোর্টের রায়ে স্বস্তি মিলেছে বিরোধী দলনেতার। হাইকোর্ট জানিয়েছে কোনও মামলাতেই শুভেন্দু অধিকারীকে গ্রেফতার বা তাঁর বিরুদ্ধে কড়া কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। শীর্ষ আদালতের রায়কে জয় হিসেবেই দেখছে গেরুয়া শিবির। তবে এই নিয়ে আক্রমণ করতে ছাড়েননি তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।

মঙ্গলবার একটি ট্যুইটে কুণাল দাবি করেন, হাইকোর্টের রায়কে শুভেন্দুর রক্ষাকবচ হিসেবে যে প্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ ভুল। কুণালের ব্যাখ্যা, শুভেন্দু অধিকারী তদন্ত এড়াতে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু হাইকোর্টের রায়ে তাঁকে জেরায় বসতে হবে। তিনি আরও লেখেন, গ্রেফতার করা যাবে না বলে নাটক হাস্যকর। প্রথমেই গ্রেফতার আসছে কোথা থেকে? কুণালের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, তদন্তে গুরুতর কিছু পেলে কোর্ট দেখবে কী করা যায়।

আপাতত ওনাকে জেরায় বসতে হবে, এড়াতে পারল না। এটা জয়? ট্যুইটে প্রশ্ন তৃণমূল মুখপাত্রের।

উল্লেখ্য সোমবারই প্রাক্তন দেহরক্ষীর রহস্যজনক মৃত্যুর মামলায় নন্দীগ্রামের বিধায়ককে সিআইডি তলব করে। কিন্তু সিআইডি দফতরে হাজিরা এড়ান শুভেন্দু। সিআইডিকে ইমেল করে তিনি জানান, পূর্ব নির্ধারিত কিছু কাজ থাকায় তিনি ভবানীভবনে যেতে পারছেন না। আর সোমবারই আদালতের তরফে জানানো হয় বিরোধী দলনেতাকে গ্রেফতার সহ তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।

Comments are closed.