লক্ষদ্বীপের তরুণ চিত্র পরিচালক আইশা সুলতানার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করল বিজেপি। একটি মালয়ালি টিভি চ্যানেলে লক্ষদ্বীপের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আইশার করা মন্তব্যে আপত্তি জানিয়ে দ্বীপপুঞ্জের কাভারাত্তি থানায় দেশদ্রোহিতার মামলা করেছে বিজেপির লক্ষদ্বীপ শাখা।
কী হয়েছিল?
করোনার প্রথম ঢেউ ছুঁতে পারেনি লক্ষদ্বীপকে। নিয়ম ছিল দ্বীপে প্রবেশ করতে হলে কোচিতে বাধ্যতামূলক কোয়ারেন্টিন থাকতে হবে। কড়া নিয়মের জেরে লক্ষদ্বীপে প্রায় ১ বছর ধরে করোনা সংক্রমণ ছিল শূন্য।
গত বছর ডিসেম্বরে দ্বীপের প্রশাসক হিসেবে দায়িত্ব নেন প্রফুল কে প্যাটেল। আর এসেই বদলে দেন কোয়ারেন্টিন সংক্রান্ত এসওপি। তার ফল, এখনও পর্যন্ত লক্ষদ্বীপে ৯ হাজারেরও বেশি সংক্রমণ ধরা পড়েছে।
একটি মালয়ালি টিভি চ্যানেলে সম্প্রতি এই নিয়ে একটি ডিবেটে অতিথি ছিলেন প্রতিশ্রুতিমান চিত্র পরিচালক আইশা সুলতানা। বিজেপির লক্ষদ্বীপ শাখার সভাপতি আব্দুল খাদেরের অভিযোগ, আইশা সুলতানা চ্যানেলে বলেছেন, লক্ষদ্বীপবাসীর উপর করোনাকে বায়ো ওয়েপন বা জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করছে কেন্দ্র। তাঁর মতে এই মন্তব্য দেশদ্রোহিতা ছাড়া আর কিছুই নয়।
এদিকে তরুণ পরিচালকের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়েরের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে দেশ জুড়ে। পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন পেশার মানুষ।
In solidarity with Aisha Sultana. Voices of dissent can't be suppressed by using sedition. pic.twitter.com/kiwRL9R2z6
— Aishe (ঐশী) (@aishe_ghosh) June 11, 2021
Filmmaker Aisha Sultana from Lakshadweep was charged with sedition over remarks against administrator Patel pic.twitter.com/0tIEGWYmCM
— Suchitra Vijayan (@suchitrav) June 11, 2021
Dear @BJP4India why do things in piecemeal, make a master list of all persons who are “anti-national” (politicians, journalists, social activists, public thinkers, writers, cartoonists, student leaders) like McCarthyism. Book all under the sedition laws in one go. #AishaSultana
— Karti P Chidambaram (@KartiPC) June 11, 2021
লক্ষদ্বীপ সাহিত্য প্রবর্তিকা সঙ্ঘম আইশা সুলতানার পাশে দাঁড়িয়েছে। বিবৃতিতে তাঁরা দাবি জানিয়েছে মামলা প্রত্যাহারের।
Comments are closed.