রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলোর মধ্যে লক্ষ্মী ভান্ডার খুবই জনপ্রিয়। পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই রাজ্যের ১ কোটি ৬৯ লক্ষ মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। ১ নভেম্বর থেকে রাজ্যে ফের দুয়ার সরকার শিবিরি শুরু হয়েছে। শিবিরগুলোতে গিয়ে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করছেন। সেই সঙ্গে শিবিরগুলোতে লক্ষ্মী ভাণ্ডারের তথ্য সংশোধনের কাজও হচ্ছে। লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছেন, কিন্তু আপনার নাম প্রাপকদের তালিকায় উঠলো কিনা, কীভাবে জানবেন?
সম্প্রতি জানানো হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নাম উঠেছে কিনা মহিলারা তা বাড়িতে বসেই দেখতে পারবেন। তার জন্য শিবির গিয়ে লাইন দেওয়ার প্রয়োজন নেই। লক্ষ্মী ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট socialsecurity.wb.gov.in সাইটে গিয়ে প্রাপকরা নিজেদের আবেদনপত্রের অবস্থা এবং তাঁর নাম আদৌ নিথিভুক্ত হয়েছে কিনা, অথবা টাকা পেয়ে থাকলে এখনও পর্যন্ত কত টাকা পেয়েছেন সমস্ত তথ্যই ওয়েবসাইটে পাওয়া যাবে।
উল্লেখ্য, ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে সরকারি চাকরি করেন না, এমন যে কোনও মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন। সরকারি নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলারা মাসে ৫০০ টাকা করে পেয়ে থাকেন। তফসিল জাতি-উপজাতি ও অনগ্রসর শ্রেণীর মহিলারা মাসে ১০০০ টাকা করে পেয়ে থাকেন।
Comments are closed.