৯২ বছর বয়েসে না ফেরের দেশে চলে গেলেন সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। বিগত চার সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে লড়াইয় শেষ, অবশেষে সুরের জগতে শূণ্যতা।
সম্প্রতি অবস্থার উন্নতি হলেও, শনিবার ফের শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। সেখানে থেকে আর ফেরানো গেলে না। রবিবার সকালে প্রয়াত হন তিনি।
কোভিড সংক্রমিত হওয়ার পর গত ১১ জানুয়ারি তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। কোভিডের পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন শিল্পী। ৩০ জানুয়ারি তাঁর কোভিড রেকর্ড নেগেটিভ এলেও বয়সজনিত নানান সমস্যা ছিল।
১৯২৯ সালে লতা এক মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়স থেকেই মারাঠি ছবিতে গান গাওয়া শুরু। ১৯৪৮ সালে প্রথম হিন্দিতে ছবিতে গান। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা ভারত।
Comments are closed.