কংগ্রেস আমলে দেশাত্মবোধক কবিতা পাঠ করায় আট দিনের মধ্যে চাকরি গিয়েছিল লতা মঙ্গেশকরের ভাইয়ের, বললেন মোদী

লতা মঙ্গেশকরের প্রসঙ্গ টেনে রাজ্যসভায় কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাত্র আট দিনের মাথায় লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকরকে অল ইন্ডিয়া রেডিও (AIR)-থেকে তাড়িয়ে দিয়েছিল কংগ্রেস বলে অভিযোগ প্রধানমন্ত্রীর।

মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে মোদী লতা মঙ্গেশকরের নাম নিয়ে বলেন, লতা মঙ্গেশকরের ছোট ভাই, পন্ডিত হৃদয়নাথ মঙ্গেশকরকে অল ইন্ডিয়া রেডিওর চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিল কংগ্রেস। তিনি বেতারে সাভারকরের একটি দেশাত্মবোধক কবিতা পাঠ করেছিলেন বলে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়েছিল।

এদিন মোদী আরও বলেন, লতাজির ছোটভাই হৃদয়নাথ মঙ্গেশকর সাভারকরের সাক্ষাৎকর নিতে গিয়ে এক সাক্ষাৎকার নিতে গিয়ে সাভারকরজির একটি কবিতা পড়ার অনুমতি চান। সাভারকরজি সেইসময় হৃদয়নাথজিকে বলেন, তুমি কি জেলে যেতে চাও’। কিন্তু হৃদয়নাথ সাভারকরের লেখা একটি দেশাত্মবোধ কবিতা পাঠ করেন। এর আট দিনের মধ্যেই তাঁর চাকরি চলে যায়।

মোদী জানান, কংগ্রেস না থাকলে কোনও শিখ হত্যা হত না। কংগ্রেস না থাকলেও কোনও হিংসাত্মক ঘটনা হত না।

Comments are closed.