প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়ক জটু লাহিড়ি। তিনি হাওড়া শিবপুরের তৃণমূল বিধায়ক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গত বছর বাথরুমে পড়ে গিয়েছিলেন তিনি। এরপর গুরুতর চোট পেয়েছিলেন তিনি। মাথার ভিতরে রক্তক্ষরণ হয়েছিল তাঁর। অক্টোবর মাসে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়রছিল। অনেকদিন ধরে আইসিইউ তে ছিলেন তিনি। এরপর বাড়িতে ফিরে আসার পর শুরু হয় চিকিৎসা।
জটুবাবুর স্ত্রী ও মেয়ে আগেই প্রয়াত হন। তিনি রেখে গেছেন এক ছেলে, এক মেয়ে এবং নাতি নাতনিকে। উল্লেখ্য, ২০২১ সাল বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূলের টিকিট পাননি। দলের বিরুদ্ধে অভিমান থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এরপর বিজেপিতে গিয়েও দলের রাজ্য কমিটিতে জায়গা হয়নি জটু লাহিড়ির। শেষপর্যন্ত রাজনীতি থেকে সরে যান।
কংগ্রেস দিয়ে রাজনীতি শুরু করেন জটু লাহিড়ি। মমতা ব্যানার্জি তৃণমূল তৈরি করার পর তিনি যোগ দেন তৃণমূলে। ১৯৯১ সাল থেকে ২০১৬ পর্যন্ত শিবপুর বিধানসভা থেকে ৫ বার বিধায়ক ছিলেন তিনি। মাঝে ২০০৬ সালে ভোটে হেরে যান। জটু লাহিড়ী তাঁর রাজনৈতিক জীবনে দু’বার কংগ্রেসের প্রতীকে ও তিন বার জোড়াফুলের প্রতীকে বিধায়ক হয়েছিলেন।
Comments are closed.